আন্তর্জাতিক ডেস্ক : উপমহাদেশে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কারা? ১৪ জন সন্ত্রাসবাদীর নাম প্রকাশ করল মার্কিন গোয়েন্দা সংস্থা। ২৬/১১ হামলা সহ একাধিক সন্ত্রাসে যুক্ত ১৪ জন সন্ত্রাসবাদীর নাম রয়েছে 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়। তালিকায় একেবারে শীর্ষে রয়েছে পাকিস্থানের হাফিজ সাঈদের নাম।
১. হাফিজ সাঈদ
২. জাইক উর রহমান লাকভি
৩. দাউদ ইব্রাহিম
৪. ইউসুফ মুজামিল
৫. রাশিদ আবদুল্লাহ ইলিয়াস রেহমান
৬. সাজ্জিদ মীর (২৬/১১ কাণ্ডের সঙ্গে জড়িত)
৭. মেজর ইকবাল (পাকিস্তান গোয়েন্দা অফিসার হিসেবে কাজ করেছেন। ২৬/১১ কাণ্ডে অভিযুক্ত)
৮. সাজিদ মীর (লস্কর-এ-তায়েবা কমান্ডো। জন্ম-০১.০১.১৯৭৮। পাসপোর্ট নং-কেই ৩৮১৬৭৬)
৯. মেজর সাঈদ মোহাম্মদ আবদুর রেহমান হাশমি (অবসরপ্রাপ্ত আইএসআই অফিসার)
১০. মেজর সামির আলি
১১. আমির রেজা খান
১২. রিয়াজ ভাটকল
১৩. টাইগার মেমন
১৪. আনিস ইব্রাহিম
এরা ছাড়াও আরও এক গোষ্ঠীর নাম প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। পাকিস্তানের শিখ মিলিটানদের নামও রয়েছে এই তালিকায়। সূত্র : জিনিউজ
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি