শনিবার, ১০ মে, ২০২৫, ০৭:৫৩:৫১

পাকিস্তানের কাছে হেরে গেল ভারত!

পাকিস্তানের কাছে হেরে গেল ভারত!

স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানের বৈরিতা দীর্ঘদিনের। রেষারেশির ধারাবাহিকতায় দুই দেশের জাতীয় ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ২০১৩ সাল থেকে। সম্প্রতি পহেলগামকাণ্ডের পর ভারত বৈশ্বিক ইভেন্টেও পাকিস্তানকে এড়িয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করছে।

পহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নাগরিক নিহত হন। ভারত এর দায় চাপিয়ে মঙ্গলবার পাকিস্তানের ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরপর রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামের কাছে ড্রোন হামলাও করেছে ভারত। ফলে স্থগিত হয়ে গেছে পিএসএল।

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে ভারতও আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে। এর মধ্যে আজ ভারতের বেশ কয়েকটি জায়গায় হামলা করেছে পাকিস্তান।

দুই দেশের উত্তরোত্তর এই উত্তেজনার মধ্যে আজ পাকিস্তানের বিপক্ষে এশিয়ান বিচ হ্যান্ডবল টুর্নামেন্টে খেলেছে ভারত। ওমানে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের কাছে তারা ২-০ ব্যবধানে হেরেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দেশে সমালোচনায় পড়ার ভয়ে তারা ম্যাচটি বয়কট করতে চেয়েছিলো। এরপর আরেকটা ‘ভয়’ পেয়ে বসে তাদের। আয়োজকরা জানান, পাকিস্তান ম্যাচ বয়কট করলে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, হতে পারে জরিমানাও।

নিষেধাজ্ঞা ও জরিমানা থেকে সুরক্ষিত থাকতে তারা শেষ পর্যন্ত ম্যাচটিতে অংশ নেয়। কিন্তু ম্যাচ খেলতে নামার আগে হাতে কালো ব্যাজ পরে নেন খেলোয়াড়রা, আয়োজকরা এখানেও বাধা দেন। বলা হয়, কালো ব্যাজ পরে খেললে নিষেধাজ্ঞা ও জরিমানা দুটোই হতে পারে। শেষ পর্যন্ত কালো ব্যাজ ছাড়াই খেলতে নামেন ভারতের খেলোয়াড়রা।

ভারতের হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে বলেছেন, ‘ম্যাচ বয়কট করলে আমাদের ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হতো। এছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২ বছরের নিষেধাজ্ঞার শঙ্কাও ছিলো। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন বলেছে, আমরা ম্যাচ না খেললে তা অলিম্পিক চার্টারের চেতনাবিরুদ্ধ হিসেবে বিবেচিত হবে। না খেলা ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিলো না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে