শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০৯:০৫:৩৫

মোবাইলে গেম খেলে গরু লাভ করলেন দম্পতি, রহস্যটা কি?

মোবাইলে গেম খেলে গরু লাভ করলেন দম্পতি, রহস্যটা কি?

আন্তর্জাতিক ডেস্ক : গেম খেলে অনেকেই অনেক পুরষ্কার জিতে নেন। তাই বলে পুরুষ্কার হিসেবে গরু জেতার খবর বোধ হয় এটিই প্রথম। পশ্চিম আফ্রিকার দেশ তিউনিশিয়ায় এক দম্পতি মোবাইল ফোনে গেম খেলে অসাধারণ এক পুরষ্কার জিতেছেন। আর তা হলো একটি গরু।

তিউনিশিয়ার এক মোবাইল গেম ডেভেলপার কোম্পানি স্থানীয়ভাবে এই গেমটি তৈরি করে এবং এ নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে।

এই দম্পতি সেই ম্যাচে সর্বোচ্চ স্কোর করার পর তাদের হাতে এই গরুটি তুলে দেয়া হয়। এই গরুটির নাম প্যামেলা।

তিউনিস্কোপ নিউজ ওয়েবসাইট খবর দিচ্ছে, ডিজিটাল ম্যানিয়া কোম্পানি যে স্ট্র্যাটেজি গেমটি তৈরি করেছে, তার নাম দেয়া হয়েছে ‘বাগরা’, স্থানীয়ভাবে যার অর্থ গরু।

গেমটিতে আপনার একপাল গরু থাকবে। আপনার দায়িত্ব হবে আপনার পাল থেকে অন্য কেউ যেন গরু চুরি করতে না পারে। অবশ্য অন্যের গরু চুরি করতে পারলে আপনার স্কোর বাড়বে।

এই ম্যাচে অন্যান্য বিজয়ীরা টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটার জিতে নেন। এই ম্যাচের সাফল্য দেখে ডিজিটাল ম্যানিয়া আরেকটি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই ম্যাচেও প্রথম পুরস্কার থাকছে ব্রিজেট নামে আরেকটি গরু।
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে