আন্তর্জাতিক ডেস্ক : ছবিটি দেখে কি মনে হচ্ছে? তিনি প্রতাবশালী বা মাস্তান প্রকৃতির কেউ, তাই না? আসলে কিন্তু তিনি এ দুইটির কোনটি নন। তিনি একজন সরকারি কর্মকর্তা। হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিতে গিয়েছিলেন!
খবর নিতে গিয়েও নিজের কর্তাগিরিটাও ঠিকই বজায় রেখেছেন ইন্ডিয়ান অ্যাডমিনেস্ট্রিটিভ সার্ভিসের (আইএএস) কর্তা ড. জগদিশ শঙ্কর। হাসপাতালে রোগীদের খাটে একখানা পা তুলে তাদের অবস্থার কথা জিজ্ঞেস করছিলেন তিনি।
আর কেউ একজন সেই ছবিটিই তুলে ফেলেছেন। ছবিটি বিভিন্ন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি হাসপাতালে নিজের ছোট্ট শিশুকে নিয়ে দিন কাটাচ্ছেন এক মা। তাদের খোঁজ নিতে গিয়েই খাটে পা’খানি তুলে দেন শঙ্কর।
২০১৩ সালে ভারতের আইএএসে যোগদান করেন তিনি। অপুষ্টির শিকার মা ও শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শনে ডান ড. শঙ্কর। বলরামপুরের এই সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অবশ্য নিজের পক্ষেই সাফাই গেয়েছেন। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘আমার কাজটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এটা নিয়ে এতোটা করার কিছু নেই।’
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম