আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূমিকম্প আঘাত হেনেছে। এবার ভারতের উত্তরপ্রদেশের উত্তারখান্ডে বৃহস্পতিবার মধ্যরাতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪.১ ছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ জানিয়েছেন। খবর আইএএনএস’র
ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে লোকজন বাড়িঘর ছেড়ে দ্রুত বাইরে চলে আসেন। তারা ভয়ে সারারাত খোলা আকাশের নিচে কাটান। ভূমিকম্পটি ১০ সেকেন্ড স্থায়ী ছিল। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ছিল পিত্তরাগড়ে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম