শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০২:১০:১৮

রাজপথে নেমে গ্রেপ্তার হলেন সোনিয়া-রাহুল-মনমোহন

রাজপথে নেমে গ্রেপ্তার হলেন সোনিয়া-রাহুল-মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক : রাজপথে নেমে গ্রেপ্তার হলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিলে তাদের গ্রেপ্তার করে দেশটির পুলিশ। পরে অবশ্য কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে দেয়া হয়।

এদিকে গ্রেপ্তারির প্রতিবাদে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পুলিশের ব্যারিকেড টপকানোরও চেষ্টা করেন তারা। বিজেপি বিরোধী ‘সেভ ডেমোক্রেসি মার্চ’ বিক্ষোভের সময় সংসদের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গ্রেপ্তারির প্রতিবাদে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পুলিশের ব্যারিকেড টপকানোরও চেষ্টা করেন তারা। ফলে চাপের মুখে তাদেরকে আবার ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

সেভ ডেমোক্রেসি মার্চ হচ্ছে কংগ্রেসের বিজেপি বিরোধী আন্দোলন। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অগণতান্ত্রিক নীতি নির্ধারণ করে দেশকে অস্থিতিশীল করার অভিযুক্ত করেছে। 

০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে