আন্তর্জাতিক ডেস্ক : চায়ের দোকানে মালবোঝাই ট্রাক ঢুকে পড়ে পিষে দিল ৪ জনকে। শুক্রবার সকালে ইটাহারের বৈদরা চেকপোস্টের কাছে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার ভারতের উত্তর দিনাজপুর জেলায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর মর্মান্তিক দুর্ঘটনায় চার জনের প্রাণহানি হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন সকালে রায়গঞ্জ থেকে মালদা যাওয়ার পথে ইটাহারের বৈদরা চেকপোস্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে মালবোঝাই ট্রাকটি হঠাত্ ঢুকে পড়লে বিপত্তি ঘটে।
দোকানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা ট্রাকের চাকার নীচে পিষ্ট হন। ঘটনাস্থলে মারা যান বৈদরার বাসিন্দা সফিরুদ্দিন আহমেদ, তাহেরুদ্দিন আহমেদ ও নাজিমুদ্দিন আহমেদ। আহতদের রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকলের একটি ইঞ্জিনও সেখানে পৌঁছয়। মৃতদেহগুলি উদ্ধার করেল ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়। আহতদের চিকিত্সার জন্য ইটাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
ঘটনার পর বেশ কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ির সারি। ঘাতক ট্রাকটি ইটাহার থানার পুলিশ আটক করেছে। ঘটনার তদন্ত চলেছে। -এসময়
৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন