শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০৫:০২:১৭

ছাড়া পেলেন সোনিয়া-রাহুল-মনমোহন

ছাড়া পেলেন সোনিয়া-রাহুল-মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক : সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদে ‌‘সেভ ডেমোক্রেসি মার্চ’ নামে র‌্যালি বের করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস।

র‍্যালি থেকে দলের সভাপতি সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আটক করেছিল পুলিশ।  অবশ্য কিছুক্ষণ পরই আবার তাদের ছেড়ে দেয়া হয়।

শুক্রবার সকালে সোনিয়া-রাহুলের নেতৃত্বে দিল্লির যন্তর-মন্তর থেকে কংগ্রেসের বিশাল এক র‌্যালি পার্লামেন্ট অভিমুখে যাত্রা করে।

র‌্যালিটি স্থানীয় পুলিশ স্টেশনের কাছে পৌঁছলে র‍্যালিতে বাধা দেয় পুলিশ।  সেখান থেকে আটক করা হয় সোনিয়া, রাহুল ও মনমোহন সিংহকে।  অবশ্য আটকের কিছুক্ষণ পরই আবার তাদের ছেড়ে দেয়া হয়।

র‌্যালিতে সরকারের বিরুদ্ধে আক্রমাণাত্মক বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী।  এ সময় তিনি বিজেপির শাসন ও রীতি-নীতিরও কঠোর সমালোচনা করেন।

সোনিয়া বলেন, জীবন আমাকে সংগ্রাম করতে শিখিয়েছে।  সরকারের কাছে মাথানত করব না। সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব।

তারা দাবি করছে, দু’টি রাজ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে দিতে ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি।  আমরা এই অগণতান্ত্রিক আচরণ কোনোভাবেই মেনে নেব না।
৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে