বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৫:৩৫

পাশে জার্মানি-জাপান, জাতিসংঘে জোরালো দাবি মোদির

পাশে জার্মানি-জাপান, জাতিসংঘে জোরালো দাবি মোদির

আন্তর্জাতিক ডেস্ক : পাশে পেয়েছেন জার্মানি, জাপান আর ব্রাজিলকে। তাই পুরনো দাবিটাই এ বার আরও জোরালো ভাবে জানাতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে পূর্ণ সদস্য করার দাবি।

ভারতের বহু দিনের দাবি। এ বার মোদির বাড়তি ভরসা, জাতিসংঘের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে এই দাবিতে সরব হতে চেয়েছে জার্মানি, জাপান, ব্রাজিলও। কাল থেকে দু’দিনের ওই অধিবেশন শুরু হচ্ছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দফতরে। ‘জি-৪’ গোষ্ঠীর এই চারটি দেশ যে শুধুই নিজেদের দাবিটা জানাবে, তা নয়, একে অন্যের দাবিকে এ বার সমর্থনও করবে। ভারতের প্রধানমন্ত্রীর বাড়তি বল-ভরসার কারণ সেটাই।

কূটনীতিকদের মতে, জার্মানি ও জাপানের মতো বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী দুই দেশের সমর্থন এ ব্যাপারে ভারতের দাবিকে আগের চেয়ে অনেক বেশি জোরালো করে তুলবে। সাধারণ সভার অধিবেশন চলার মধ্যেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বৈঠকেও হাজির থাকার কথা ভারতের প্রধানমন্ত্রীর।

সাধারণ সভার অধিবেশন শেষ হবে শুক্রবার। তার পর ওয়েস্ট কোস্ট রওনা হওয়ার আগে, শনিবার সকালে ‘জি-৪’ গোষ্ঠীর তিন রাষ্ট্রপ্রধান-জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গে একটি শীর্ষ বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেটি হবে নিউ ইয়র্কের ‘ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে’। -সংবাদসংস্থা

২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে