আন্তর্জাতিক ডেস্ক : লোকজনের সামনে তরুণীর জিনসের বোতাম খুলতে বাধ্য করলেন বিজেপি এমপি সাক্ষী মহারাজ। প্রায় জোর করে জিনসের বোতাম খুলিয়ে ক্ষতস্থান দেখার সেই ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
এ নিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন উন্নাও-এর বিজেপি সাংসদ। এ ঘটনায় হইচই পড়ে গেছে। তীব্র নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
এ খবর দিয়েছে আনন্দবাজার।
গতকাল বৃহস্পতিবার সাক্ষী মহারাজ উত্তরপ্রদেশের মৈনপুরিতে এ ঘটনা ঘটিয়েছেন। যে তরুণীর জিনসের বোতাম তিনি খুলিয়েছেন, সেই তরুণী এক বিজেপি কর্মীরই মেয়ে।
ময়দান সিংহ নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে পুলিশ ঢুকে তার দুই মেয়েকে মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। এসময় কোনো মহিলা কনস্টেবল ছিল না।
এ খবর পেয়ে ময়দান সিংহের বাড়িতে যান সাক্ষী। ভিডিওতে দেখা গেছে, ময়দান সিংহের বাড়িতে বেশ কয়েকজন মহিলা সাক্ষী মহারাজকে ঘটনার বিবরণ দিচ্ছেন।
ঘরে সে সময় অনেক লোকজন, পুরুষরাও রয়েছেন। সবার মাঝেই সাক্ষী মহারাজ দেখতে চান, পুলিশের মারে ময়দান সিংহের মেয়ের শরীরের কোন অংশ জখম হয়েছে।
ক্ষতস্থান জিনসে ঢাকা থাকায় বোতাম খুলে ক্ষতস্থান দেখানোর নির্দেশ দেন তিনি। ঘরভর্তি লোকজনের সামনে সেই নির্দেশই পালন করা হয়।
৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম