শনিবার, ০৭ মে, ২০১৬, ০৮:৩১:৫৭

বাবা-মা চা বিক্রেতা, তাই স্কুল থেকে ছেলেকে বের করে দিল স্কুল কর্তৃপক্ষ

 বাবা-মা চা বিক্রেতা, তাই স্কুল থেকে ছেলেকে বের করে দিল স্কুল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : বাবা-মা চা বিক্রেতা, তাই স্কুল থেকে মেধাবী ছেলেকে বের করে দিল স্কুল কর্তৃপক্ষ।
 এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতে।

অথচ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় চা বিক্রি করে সংসার চালাতেন।  চা বিক্রেতা হিসেবে তিনি গর্ববোধও করেন।  সে কথা তিনি নিজেও জানিয়েছেন।

কিন্তু তারই দেশে বাবা-মা চা বিক্রেতা হওয়ায় মেধাবী ছেলেকে স্কুল থেকে বের করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

ওই চা বিক্রেতা জানিয়েছেন, তার ছেলে লর্ড মহাবীর অ্যাকাডেমিতে পড়তো।  কিন্তু হঠাৎ করেই তাকে স্কুল থেকে তাড়িয়ে দেয়া হয়।  

স্কুল কর্তৃপক্ষ জানায়, তারা চা বিক্রেতার ছেলেকে স্কুলে রাখবে না।  ছেলের বাবা স্কুল কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধও করেছেন।  কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই তার ছেলেকে ফিরিয়ে নিতে রাজি হয়নি।

এ অমানবিক ঘটনা জানাজানি হওয়ার পর প্রশাসন নড়েচড়ে বসেছে।  বাগপতের জেলাশাসক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।  

ছেলেটি যাতে আবার স্কুলে ভর্তি হতে পারে সে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

ওই চা বিক্রেতা জেলা প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট হতে পারছেন না।  তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে দেখা করে এ বিষয়ে জানাতে চাচ্ছেন।
৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে