আন্তর্জাতিক ডেস্ক : সাবধান! মানচিত্রে একটু ভুল হলেই হবে ৭ বছরের জেল অথবা ১ কোটি টাকা জরিমানা। কী এমন ভুল যা করলে এমন শাস্তি হবে?
এবার থেকে ভারতের ম্যাপ কোথাও প্রকাশ করার আগে সাবধান। ম্যাপে যদি দেখান হয় পাক অধিকৃত কাশ্মীর। কিংবা মানচিত্রে অরুণাচল প্রদেশ না থাকে তবে শাস্তি অবধারিত। ৭ বছরের জেল অথবা ১ কোটি টাকার জরিমানা।
সম্প্রতি এক আইনের খসড়া প্রস্তাব করেছে মোদি সরকার, যেখানে বলা হয়েছে যেকোনো মানুষ বা সংস্থা যদি ভারতের কোনো অংশের ভূসংস্থানিক ছবি, তথ্য প্রকাশ করতে চায় স্পেস বা উড়ন্ত কোনো যান থেকে, তবে আগে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।
পেতে হবে লাইসেন্স। ইকোনমিক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওপরে উল্লেখ্য নিয়ম ভাঙলে হবে ৭ বছরের জেল বা ১ কোটি টাকা জরিমানা।
Geospatial Information Regulation Bill আনার মূল কারণ হলো- ভরতের ভূসংস্থানিক কোনও তথ্য যাতে বাইরে না যেতে পারে। এ বিল পাস হলে গুগল ম্যাপ বা গুগল আর্থ চালানোর জন্য গুগলকেও নিতে হবে লাইসেন্স।
বিল পাসের পর এ বিষয়ে নজরদারি করার জন্য তৈরি হবে।
৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম