আন্তর্জাতিক ডেস্ক : স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়েই থাকে। কিন্তু এমন একটি দেশ যেখানে আইনে কড়াকড়ি। বউকে চড় মারার কারণে জেলে যেতে হলো এক স্বামীকে।
এমন ঘটনাটি ঘটেছে সৌদি আরবে।
স্বামী-স্ত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। রেগে গিয়ে স্ত্রীর গালে কষে চড় মারেন স্বামী। এ অপরাধেই ৭ দিনের জেল হলো অভিযুক্ত স্বামীর।
সৌদি কোর্ট সূত্র জানায়, চড়ের আঘাতে স্ত্রীর কানের পর্দা ফেটে গেছে। এটা নারী নির্যাতন আইনে একটি গুরুতর অপরাধ। এ অপরাধে কঠোর শাস্তি হওয়াই উচিত।
তার স্ত্রী এখন হাসপাতালে ভর্তি। আর স্বামীর সময় কাটছে জেলের ঘানি টেনে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলার পুরোপুরি সুস্থ হতে ২১ দিন লাগতে পারে। এ ক’দিন বেড রেস্টেই থাকতে হবে তাকে।
৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম