রবিবার, ০৮ মে, ২০১৬, ০৩:২৪:১২

সিনেমা প্রদর্শন নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে রণক্ষেত্র

সিনেমা প্রদর্শন নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে রণক্ষেত্র

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক সিনেমা প্রদর্শন নিয়ে রণক্ষেত্র বেঁধে গেছে। যাদবপুর সাবেক সংসদের হলে একটি সিনেমা দেখানোর কথা ছিল। কিন্তু তার অনুমতি মেলেনি। ফলে এবিভিপি সমর্থিত ছাত্ররা সিনেমা দেখানোর অনুমতি দেওয়ার দাবি জানিয়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আসে।

অনুমতি না মেলায় বিশ্ববিদ্যালয়ের মাঠেই সিনেমাটি দেখানো হয়। পাল্টা অন্য একটি সিনেমা প্রদর্শনের আয়োজন করে অন্যন্য ছাত্র-ছাত্রীরা। এরমধ্যেই এবিভিপির সঙ্গে অন্যান্য ছাত্রছাত্রীদের বচসা বাধে। বচসা গড়ায় দুপক্ষের মারামারিতে। গোটা ঘটনা "দুঃখজনক" বলে মন্তব্য করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।

পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি ঘটনাস্থলে পৌঁছলে। তিনি আটক এবিভিপি সমর্থকদের ছাড়াতে গেলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ। উত্তেজনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান উপাচার্য সুরঞ্জন দাস। তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিশ্ববিদ্যালয়ের গেটে উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও অভিযোগের আঙুল উঠেছে।

ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। ওই বিশ্ববিদ্যালয়ের মতো একটি উৎকর্ষ কেন্দ্রের মর্যাদা যে এই ধরনের ঘটনায় ক্ষুণ্ণ হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এ দিকে বিজেপি-র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) রাজ্যপালকে একটি স্মারকলিপি দিয়েছে। ওই ঘটনায় তারা ১২ জনের বিরুদ্ধে এফআইআর করেছে বলে জানিয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উষ্মা প্রকাশ করলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। উৎকর্ষের কেন্দ্র এখন বিশৃঙ্খলার কেন্দ্রে পরিণত হয়েছে বলে তিনি শনিবার মন্তব্য করেছেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন কেশরীনাথ।
   
৮ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে