আন্তর্জাতিক ডেস্ক : বসনিয়ার প্রধানত সার্ব এলাকায় একটি ঐতিহাসিক মসজিদ তেইশ বছর পর আনুষ্ঠানিক ভাবে আবার খুলে দেয়া হচ্ছে । সাবেক ইয়োগোস্লাভিয়ার যুদ্ধের সময় বানিয়ালুকার এই মসজিদটি ধ্বংস হয়ে যায় ।
মসজিদটি পুর্ননির্মাণ করতে প্রায় পনের বছর সময় লেগেছে। এবং ভাস্কররা মসজিদটির মূল পাথরের দুই তৃতীয়াংশ সংস্কার করতে পেরেছেন।
যুদ্ধের সময় বানিয়ালুকার বেশ অনেকগুলো মসজিদ ভেঙে দেওয়া হয় এবং বেশিরভাগ মুসলমান এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।
পুরো দেশ থেকে বাসে করে, মুসলিমরা ষোড়শ শতাব্দীর এই ফেরহাত পাশা মসজিদটি আজ শনিবার দেখতে যান ।
সেখানে এই উপলক্ষে প্রচুর পুলিশ উপস্থিতি ছিল। বসনিয়া হার্টৎসেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধি লারস্ গানার উইগার-মার্ক বলেন এটি একটি গুরুত্বপূর্ণ দিন ।
তিনি বলেন প্রথমেই এর কারণ হল সবাই ঐতিহাসিক একটি ভবনে এসেছেন। তিনি বলেন যে ষোড়শ শতাব্দীর এই মসজিদ পুরো দেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক ।
এই মসজিদ পুনরায় খুলে দেওয়াকে তিনি পুরো অঞ্চলে একটি সমন্বয় সাধন বলে, মনে করছেন ।
বসনিয়া সার্ব নেতারা বলছেন সম্প্রদায়গত সহিষ্ণুতা বজায় রাখতে তারা যে প্রতিশ্রুতিবদ্ধ এই মসজিদ পুনরুদ্ধারের মধ্যে দিয়ে তারা সেটাই তুলে ধরতে চেয়েছেন।
০৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম