রবিবার, ০৮ মে, ২০১৬, ০৯:১২:৪৭

ইরানি বিপ্লবী গার্ডের ১৩ সামরিক উপদেষ্টা নিহত

ইরানি বিপ্লবী গার্ডের ১৩ সামরিক উপদেষ্টা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোতে গত কয়েকদিনে ইরানি বিপ্লবী গার্ডের ১৩ সামরিক উপদেষ্টা নিহতসহ ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

বিপ্লবী গার্ডের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের মুখপাত্র হুসেন আলি রেজায়ী বলেন, হতাহতেদর সবাই এই প্রদেশ থেকে গিয়েছিল। আলেপ্পো থেকে ১০ কিমি দূরে খান তুমান গ্রামে এ ঘটনা ঘটেছে।

আলেপ্পোতে সরকারি বাহিনী জিহাদিদের হটিয়ে দিলেও এই এলাকায় আল কায়েদার সহযোগী জঙ্গিরা এখনো সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

সেখানে অন্তত ৩০ সরকারি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক দা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস। গত দুই সপ্তাহে এখানে লড়াইয়ে অন্তত ৩০০ লোক নিহত হয়েছে। বর্তমানে এখানে যুদ্ধবিরতি চলছে।

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল- আসাদকে রক্ষায় সামরিক সহায়তা দিচ্ছে ইরান। সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টা মোতায়েন করা হয়েছে। এই যুদ্ধে বহু ইরানি সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে বিপ্লবী গার্ডের কমান্ডাররাও রয়েছেন।
০৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে