আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইন্দোর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমান। শনিবার রাতে জেট এয়ারওয়েজের বিমানটি এই দুর্ঘটনায় পতিত হয়। এসময় বিমানটিতে ৬৬ জন যাত্রী ও ৪ ক্রুসহ মোট ৭০ জন যাত্রী ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানের সব আরোহী নিরাপদ রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওই বিমান কোম্পানি।
বিবৃতিতে জেট এয়ারওয়েজ বলেছে, শনিবার অবতরণের পর জেট এয়ারওয়েজের ৯ডব্লিও-২৭৯৩ ফ্লাইটটি রানওয়ে থেকে সরে যায়।’ এ ঘটনার পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে টার্মিনাল ভবনে নিয়ে যাওয়া হয়। শনিবার যাত্রীবাহী ওই বিমানটি দিল্লি থেকে ইন্দোর এসেছিল। তবে ওই বিবৃতিতে আকস্মিক ঘটে যাওয়া এ দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।
০৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম