আন্তর্জাতিক ডেস্ক : পারমানবিক অস্ত্র ব্যবহার করা না করার বিষয়ে স্পষ্ট করে জানালেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন। ক্ষমতাসীনস পার্টির কংগ্রেস চলাকালে তিনি এ কথা জানান।
কিম জং উন জানান, দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আসার আগ পর্যন্ত যে কোন ধরণের পারমানবিক অস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকছে দেশটি।
এক বক্তব্যে দেশটির সর্বোচ্চ নেতা বলেন, একটি দায়িত্বশীল পারমানবিক অস্ত্র ব্যবহারে সক্ষম রাষ্ট্র হিসেবে আমরা ততক্ষণ পর্যন্ত পারমানবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকব, যতক্ষণ আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত না আসবে।
উত্তর কোরিয়া গত কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উপর পারমানবিক ক্ষেপণাস্ত্র হামলা করতে পারবে বলে বিবৃতি দিয়ে আসছিল। কিন্তু কংগ্রেসে কিম জানায়, সম্পর্ক খারাপ থাকা দেশগুলোর সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিজেদের সম্পর্কে উন্নয়নের জন্যও আগ্রহী বলে জানায় কিম।
দেশটির ওয়ার্কাস পার্টির কংগ্রেসে কিম জং-উন বলেন, তার দেশ বিশ্বস্ততার সঙ্গে বিশ্বে পারমানবিক অস্ত্র ব্যবহার হ্রাসের জন্য কাজ করবে।
০৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম