রবিবার, ০৮ মে, ২০১৬, ০৫:৫৯:১৫

নেত্রীর ছেলের গাড়ি ওভারটেক করায় দশম শ্রেণির ছাত্রকে গুলি

নেত্রীর ছেলের গাড়ি ওভারটেক করায় দশম শ্রেণির ছাত্রকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক : দ্বাদশ শ্রেণির ছাত্রের অপরাধ ছিল একটাই নেত্রীর ছেলের গাড়ি ওভারটেক করা।  এ কারণেই বিহারের শাসক দল জেডিইউ নেত্রীর ছেলে রকি যাদব আদিত্য সচদেব নামে সেই ছাত্রকে গুলি করে খুন করে।

জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

অভিযোগ রয়েছে, রকি যাদব ও তার দেহরক্ষীরা গুলি করেছে।  গতকাল সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সুইফ্ট গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন ১৯ বছরের আদিত্য।

সেই সময় রকির ল্যান্ড রোভার গাড়িকে ওভারটেক করা নিয়ে বচসা শুরু হয়।  আদিত্য বন্ধুদের সঙ্গে ছিলেন।  ওভারটেক করার পরই ল্যান্ড রোভারের আরোহীরা সুইফ্ট গাড়িটি থামায় এবং গাড়ির আরোহী আদিত্যকে ক্ষমা চাইতে বলে।

আদিত্য ক্ষমা চাওয়ার পর তাকে চলে যেতে দেয়া হয় এবং তারপর গাড়ির পেছনে গুলি করা হয়। সুইফ্টের গাড়ির পেছনে বসে থাকা আদিত্য গুলিবিদ্ধ হয় এবং তার মৃত্যু হয়।
৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে