রবিবার, ০৮ মে, ২০১৬, ০৯:৫২:৩৫

বিশ্বের সবচেয়ে ‘হট’ মহিলা পুলিশ কমিশনার, স্বেচ্ছায় ধরা দেয় দুষ্টু লোকেরা!

 বিশ্বের সবচেয়ে ‘হট’ মহিলা পুলিশ কমিশনার, স্বেচ্ছায় ধরা দেয় দুষ্টু লোকেরা!

আন্তর্জাতিক ডেস্ক : কখনো কি শুনেছেন, দুষ্টু লোকেরা স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেয়।  তাও আবার পুলিশ কমিশনার।  এমন ঘটনাই ঘটে সেই মহিলা পুলিশ কমিশনারের ক্ষেত্রে।

পেশায় ওই মহিলা পুলিশ কমিশনারের কাজ শহরের আইনশৃঙ্খলা বজায় রাখা।  চোর, ডাকাত, দুষ্কৃতদের ধরা।  তবে এর জন্য তাকে বেশি ঘাম ফেলতে হয় না।

কারণ ‘দুষ্টু’ লোকেরা যে তার কাছে স্বেচ্ছায় ধরা দিতে চায়! চাইবেই না কেন? তার মত 'হট' পুলিশ অফিসার যে খুব একটা দেখা যায় না!

৩১ বছরের জার্মান পুলিশ কমিশনার অ্যাড্রিয়েনে কোলেসজার।  নেট দুনিয়ায় এখন নতুন সেনসেশন। পেশায় পুলিশ হলেও কোনো অংশে ডাকসাইটে সুন্দরীদের থেকে কম যান না কোলেসজার।

তার টোনড বডির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায়।  ফেসবুক আর ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা অগুনতি।

পুলিশে যোগ দেয়ার আগে কোলেসজার অন্যরকম বডিবিল্ডিার ছিলেন।  এ পেশায় আসার পরও শরীরচর্চাটা বাদ দেননি।  এটাই তার সেই ফিগারের রহস্য বলে জানালেন অ্যাড্রিয়েনে।

৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে