সোমবার, ০৯ মে, ২০১৬, ১১:৫০:৩৩

মন্ত্রী যাবেন তাই পানি ঢেলে রাস্তা পরিস্কার!

মন্ত্রী যাবেন তাই পানি ঢেলে রাস্তা পরিস্কার!

আন্তর্জতিক ডেস্ক : এই পথে মন্ত্রী যাবেন তাই রাস্তায় পানি ঢেলে পরিষ্কার করা হচ্ছে। বিপত্তিটা কিন্তু এখানেই শেষ নয়, যখন এই ঘটনা গটেছে, ঠিক তখন পানি সংকটে ভুগছে অসংখ্য মানুষ।

ভরতের উত্তর প্রদেশের বুন্দেলখন্ড জেলায় দেখা দিয়েছে খরার প্রকোপ। এই রাজ্যসহ মধ্য প্রদেশের ১৩টি জেলায় খরা দেয়া দিয়েছে। এথচ এরই মধ্যে এক মন্ত্রীর জন্য নষ্ট হল হাজার হাজার লিটার পানি।

যে রাস্তায় মন্ত্রী যাবেন সেই রাস্তা ঝকঝকে রাখতে ঢালা হয়েছে হাজার হাজার লিটার পানি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুর শহরে।

আর ওই রাজ্যেই একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে রাজ্যের পিডব্লুডি মন্ত্রীর জন্য একাধিক ট্যাঙ্কারের পানি দিয়ে রাস্তা ধোয়া নিয়ে উঠেছে প্রশ্ন।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে