সোমবার, ০৯ মে, ২০১৬, ১২:৩০:১৮

৬ জনের ফাঁসি কার্যকর

৬ জনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : ৬ তালেবান সদস্যের ফাঁসি কার্যকর করেছে আফগানিস্তান। ২০১৪ সালে আশরাফ গনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার পর এই প্রথম দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়া হলো।

গত মাসে দেশটির রাজধানী কাবুলে তালেবান হামলায় ৬৪ জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট গনি তালেবানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

দেশটির টিভির সংবাদে বলা হয়েছে, ফাঁসি দেওয়া ৬ তালেবান সদস্যের মধ্যে ২ জন ২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানি হত্যার ঘটনায় জড়িত ছিলেন।

এদিকে, প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, সকল আইনি প্রক্রিয়া মেনেই ওই ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
০৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে