আন্তর্জাতিক ডেস্ক : ২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে গেলে আরেকটি বিশ্বযুদ্ধের আশঙ্কা আরো বেড়ে যাবে। আজ সোমবার এমনটাই আশঙ্কার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামিদিনে এই বিষয়ে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে আরো তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে সেখানে দাঁড়িয়ে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ঠেকাতে তিনি সম্ভাব্য সব প্রচেষ্টা চালাবেন বলে মনে করা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
আগামী ২৩ জুন ব্রিটিশ নাগরিকরা ২৮ জাতির জোটে থাকার বিষয়ে গণভোটের মাধ্যমে তাদের মতামত জানাবে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা, গণভোটের মাধ্যমে তা চূড়ান্ত হবে।
গতকাল সোমবারের বক্তৃতায় ডেভিড ক্যামেরন দুটি বিশ্বযুদ্ধে ব্রিটেনের ভূমিকা কী ছিল তা তুলে ধরবেন। এমনকি ইইউ ছেড়ে এলে ব্রিটেনকে কী ধরনের মূল্য দিতে হবে তাও তিনি আজ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারে নেমেছেন।
তিনি বলছেন, ইইউ ছাড়া না ছাড়ার বিষয়টি নিষ্পত্তি হতে আন্তর্জাতিক সহযোগিতা দরকার। এ ইস্যুতে ব্রিটেনে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ক্যামেরন মনে করেন, ইইউ ছেড়ে গেলে ইউরোপ মহাদেশে ব্রিটেনের প্রভাব কমে যাবে। এবং ইইউ’র কোনো কোনো সদস্য তখন ব্রিটেনের ওপর প্রভাব বিস্তার করবে। ইউরোপের অনেক দেশ ব্রিটেনের জোট ছাড়ার বিরোধিতা করছে।
তারা মনে করছে, ব্রিটেনের এই সিদ্ধান্তে ২৮ জাতির এই জোটে বড় ধরনের ধাক্কা খাবে। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও জোট না ছাড়ার জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ব্রিটেনের অনেক রাজনীতিক মনে করেন, জোটে যোগ দেয়ার কারণে তাদরে দেশ পিছিয়ে পড়ছে। এবং বহু ক্ষেত্রেই এককভাবে সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না বলেও মনে করা হচ্ছে।
১০ মে, ২০১৬ এমটিনিউজ/জহির/মো:জই