আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীটা আজ ছোট হতে হতে সেলফিতে এসে বন্দি, আজকের দিনে দাঁড়িয়ে একথা বলাই যায়৷ কিন্তু সেই নিজস্বী তোলার চক্করে যদি আপনি এখন পারিপার্শ্বিক অবস্থার ব্যাঘাত ঘটান তবে আর নিজস্বীতে নয় বন্দি হতে হবে জেল খানায়। না, ভুল কিছু বলছি না। এমনি একটি ঘটনা ঘটিয়ে আজ জেলে রয়েছেন পর্তুগিজ এক যুবক।
২৪ বছরের এক পর্তুগিজ নাগরিকের সঙ্গে এমন ঘটনাই হয়েছে৷ জানা গিয়েছে যে,পর্তুগালের রাজধানী লিসবনের রোসিও রেল স্টেশনের বাইরে রাখা ১২৬ বছরের পুরানো পর্তুগিজ সম্রাট সেবাস্তিসিয়ানের একটি মূর্তির সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিলেন ওই ব্যক্তি৷ সে ভালো কথা৷ কিন্তু বিপত্তি ঘটল তারপরই৷ নিজস্বী তোলার চক্করে এমন ধাক্কা দিলেন যে, মাটিতে পড়ে ভেঙে চৌচির ষোলোশ শতাব্দীর স্থাপত্ব৷ এরপর যা হওয়ার তাই হল৷ সঙ্গে সঙ্গে ব্যক্তিকে গ্রেফতার করলো পর্তুগিজ পুলিশ৷
পর্তুগিজ ইতিহাস বলছে, ১৫৫৭ থেকে ১৫৭৮ পর্যন্ত পর্তুগালে রাজত্ব করেছিলেন সম্রাট সেবাস্তিসিয়ান৷ ১৫৭৮-এ মাত্র ২৪ বছর বয়সে মরোক্কতে এক যুদ্ধে তিনি মারা যান বলে জানা গিয়েছে৷ তবে যেহেতু তার মৃত দেহের কোনো সন্ধান পাওয়া যায়নি, তাই পর্তুগিজরা বিশ্বাস করেন যে তাদের সম্রাট এখনো জীবিত এবং পর্তুগালের মানুষের দুর্দিনে তিনি উদ্ধার করতে আসবেন৷
মানুষের এহেন কার্যকলাপ দেখে একটা কথাই বলার- নিজস্বী তুলবে তোলো কিন্তু ছড়িও না৷
১০ মে, ২০১৬ এমটিনিউজ/জহির/মো:জই