আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের সম্পদ আটকে দেয়ার প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে হেগের আদালতে মামলা করা হবে। তিনি আরো বলেছেন, তার সরকার কখনো ইরানের জনগণের সম্পদ আমেরিকায় আটকে দেয়ার ঘটনা মেনে নেবে না।
ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেছেন। ড. রুহানি জানান, খুব শিগগিরি ইরানের সম্পদ আটকে দেয়ার বিরুদ্ধে হেগের আদালতে মামলা করা হবে। ইরানের জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তার সরকার আইনি, রাজনৈতিক ও ব্যাংকিং চ্যানেলের কোনো মাধ্যম ব্যবহার করতে বাদ দেবে না।
গত ২০ এপ্রিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানের ২০০ কোটি ডলার আটকে দেয়ার জন্য ওবামা প্রশাসনকে নির্দশ দিয়েছে। আদালত বলেছে, ১৯৮৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে বোমা বিস্ফোরণে যেসব মার্কিন সেনা নিহত হয়েছে তাদের পরিবারকে এই অর্থ দিতে হবে। তবে ইরান সবসময় বলে আসছে, বৈরুত হামলার সঙ্গে ইরান কোনোভাবেই জড়িত নয়। ২০০ কোটি ডলার আটকে দেয়ার ঘটনাকে ইরান মহসাড়কে ডাকাতি বলে অভিহিত করেছে।-প্যাটু
১০ মে, ২০১৬ এমটিনিউজ/জহির/মো:জই