মঙ্গলবার, ১০ মে, ২০১৬, ০৭:০৩:১৪

চীন-রাশিয়ার ক্লিকেই ধ্বংস হবে অতি-শক্তিশালী মিসাইলও!

চীন-রাশিয়ার ক্লিকেই ধ্বংস হবে অতি-শক্তিশালী মিসাইলও!

আন্তর্জাতিক ডেস্ক : কম্পিউটারের সাহায্যে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রথম যৌথ সামরিক মহড়া চালাবে চীন এবং রাশিয়া। দেশ দু’টির সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় উন্নয়নের লক্ষ্যে এই মহড়া চালানো হবে। চলতি মাসের শেষ দিকে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী এই মহড়া চালানো হবে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার একটি সামরিক গবেষণাগারে চলবে এই মহড়া। মহড়ার মধ্য দিয়ে দেশ দু’টি পরস্পরের কমান্ড কাঠামো এবং ডাটা আদানপ্রদান প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হবে। অবশ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কয়েকটি বিষয়ে বিশেষ করে আমেরিকার মতো বহিরাগত শক্তির উপস্থিতি নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে তখন এ মহড়ার ঘোষণা করা হলো।

যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন জানিয়েছে, সিউলের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে চীন এবং রাশিয়ার সমালোচনাকে উপেক্ষা করে এই আলোচনা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসন। যা নিয়ে ইতিমধ্যে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে চীন এবং রাশিয়া উভয় দেশই।

হুঁশিয়ারি দিয়ে কার্যত দুই দেশই আশঙ্কা প্রকাশ করেছে যে, থাড ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তাতে কৌশলগত ভারসাম্য নষ্ট হবে এবং অস্ত্র প্রতিযোগিতা আরো বাড়বে।
১০ মে, ২০১৬ এমটিনিউজ/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে