আন্তর্জাতিক ডেক্স : ভারতের দিল্লিতে সংসদ ভবনের সামনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। এলাকার একটি গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় তাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রামদয়াল ভর্মা। বাড়ি মধ্যপ্রদেশের শিবপুরী এলাকায়।
আজ সকাল ৭টার দিকে সংসদ ভবনের সামনে বিজয় চক এলাকায় ওই ব্যক্তি আত্মহত্যা করেন। এলাকার একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে।
তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেন তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
যদিও প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ঋণে জর্জরিত হয়েই আত্মঘাতী হয়েছেন তিনি।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম