আন্তর্জাতিক ডেস্ক: সাদিক খান বলেন, “এটি শুধু আমার একার বিষয় নয়। এটি আমার বন্ধুদের, পরিবারের এবং বিশ্বের সবার বিষয় যাদের একই ব্যাকগ্রাউন্ড রয়েছে।”
সাদিক খান যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেন, ‘ইসলাম সম্পর্কে অজ্ঞতা’ আমাদের দুই দেশকেই ‘কম নিরাপদ’ করে তুলতে পারে।
সাদিক খান আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন বলে জানিয়েছেন। ডেমোক্রেট দলীয় মনোনয়নের লড়াইয়ে রয়েছেন হিলারি ক্লিনটন।
সাদিক খান বলেন, “আমি আশা করি তিনি (হিলারি) তাকে (ট্রাম্প) বড় ব্যবধানে পরাজিত করবেন।”
যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করলেও লন্ডনের সদ্যনির্বাচিত প্রথম মুসলিম মেয়রের জন্য এর ব্যতিক্রম হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মবিশ্বাসের কারণে তিনি (সাদিক) যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন না।
মার্কিন ধনকুবের ট্রাম্প বলেছেন, “ব্যতিক্রম সবসময়ই থাকে।”
গেল নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন।
বিষয়টি নিয়ে তিনি দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার শিকার হন। তার দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রস্তাবিত সাময়িক নিষেধাজ্ঞা দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন।
ট্রাম্প বলেন, সাদিক খান লন্ডনকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বলে তিনি অত্যন্ত ‘সুখী’ বোধ করছেন। তিনি যদি ভালো কাজ করেন, খোলাখুলি বললে, তিনি যদি মহৎ কাজ করেন তা হবে ভীষণ ব্যাপার।”
টাইম ম্যাগাজিনকে সাদিক খান বলেন, “আমি যুক্তরাষ্ট্রে যেতে চাই সেখানকার মেয়রদের সঙ্গে সাক্ষাৎ করতে, তাদের সঙ্গে সম্পর্ক গড়তে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমার ধর্মবিশ্বাসের কারণে সেখানে (যুক্তরাষ্ট্রে) আমাকে ঢুকতে দেয়া হবে না।”
তিনি আরো বলেন, রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের এই ধারা যুক্তরাষ্ট্রে প্রভাববিস্তারী হবে না, এ ব্যাপারে তার আস্থা রয়েছে।
সম্প্রতি প্রথম মুসলিম হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। নির্বাচনে সাদিক খান পেয়েছেন ১৩ লাখ ১০ হাজার ১৪৩ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যাক গোল্ডস্মিথ পেয়েছেন ৯ লাখ ৯৪ হাজার ৬১৪ ভোট।
সাদিক ৫৬ দশমিক ৮ শতাংশ আর গোল্ডস্মিথের প্রাপ্ত ভোট ৪৩ দশমিক ২ শতাংশ।-এবিএনএ
১০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই