বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৬:৩৯:২৬

'নির্ধারিত সময়ের আগেই শুরু হবে বর্ষা'!

'নির্ধারিত সময়ের আগেই শুরু হবে বর্ষা'!

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ গরমে পুড়ছে দেশ। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে দেখা দিয়েছে খরা। বৃষ্টির জন্যে হাপিত্যেস করছে গোটা দেশবাসী। এরই মধ্যে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিল একটি বেসরকারি আবহাওয়া সংস্থা। তাদের পূর্বাভাস নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকবে বর্ষা।

গত কয়েকদিন আগে  দিল্লির আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়েছিল, জুনের প্রথম সপ্তাহেই ভারতের কেরালায় শুরু হবে বর্ষা। কিন্তু বেসরকারি ওই সংস্থাটি জানাচ্ছে, বর্ষা আসার অবস্থা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। আগামী ১৮ থেকে ২০ মে’য়ের মধ্যে আন্দামান-নিকোবোরের আকাশ ঘিরবে বর্ষার মেঘে। ধীরে ধীরে সেই মেঘ পৌঁছবে কেরালার উপকূলে।

আবহাওয়াবীদদের অনুমান, চলতি মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যেই কেরালার উপকূলে শুরু হবে বর্ষা। আর কেরালায় শুরু হওয়ার প্রায় সপ্তাহ-খানেকের মধ্যেই ভারতের কলকাতাসহ পুরো দেশেই ফুলদমে বর্ষা চলে আসবে বলেই মনে করা হচ্ছে। ফলে এখন থেকেই বৃষ্টিতে ভেজার জন্যে তৈরি হতে পারেন…।
১০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে