বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০৭:৫৪:২১

ভিসা দিচ্ছে না সৌদি আরব, তাই হজ করতে পারবেন না ইরানি হাজিরা!

ভিসা দিচ্ছে না সৌদি আরব, তাই হজ করতে পারবেন না ইরানি হাজিরা!

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান চলতি বছর হজে কোনো লোক পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে- সৌদি আরব হজ ব্যবস্থাপনায় ইরানকে সহযোগিতা করতে অস্বীকার করেছে।

ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী আলী জান্নাতি জানিয়েছেন, “এ বছর হজ পালনের মতো অবস্থা নেই। আমরা এ বিষয়ে অনেক চেষ্টা করেছি কিন্তু সৌদি আরব সহযোগিতার হাত বাড়ায় নি; অনেক সময় নষ্ট হয়েছে।”

তিনি জানান, হজ পালনে সহযোগিতার বিষয়ে গত মাসে সৌদি আরবে ইরানের একটি প্রতিনিধিদল চারদিন ধরে আলোচনা করেছে কিন্তু তেহরানে সৌদি দূতাবাস ও ইরান থেকে সৌদি আরবে বিমানের ফ্লাইট বন্ধ থাকার কারণে তা সম্ভব হয় নি।

আলী জান্নাতি জানান, ইরানের হজ বিষয়ক সংস্থার প্রধানের নেতৃত্বে সৌদি আরব সফরকারী প্রতিনিধিদলের সঙ্গে রিয়াদের কর্মকর্তারা আঙুলের ছাপ নেয়াসহ নানাভাবে খারাপ ব্যবহার করেছেন এবং তারা ইরানি হাজিদের নিরাপত্তা দিতে রাজি হন নি। পাশাপাশি তারা ভিসা ও পরিবহন নিয়ে ইরানের কোনো প্রস্তাব গ্রহণ করে নি।

সৌদি কর্মকর্তারা বলেছেন, ইরানের নাগরিকদের হজে আসতে হলে তৃতীয় কোনো দেশ থেকে ভিসা নিতে হবে।-প্যারিস টুডে
১০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে