শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৮:৫০:৩৫

নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রীকে সংসদ থেকে বের করে দিলেন স্পিকার

নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রীকে সংসদ থেকে বের করে দিলেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের সংসদ থেকে প্রধানমন্ত্রী জন কি’কে বের করে দিয়েছেন দেশটির স্পিকার ডেভিড কার্টার। বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা পানামা পেপার্স নিয়ে বিতর্কের এক পর্যায়ে বুধবার এই ঘটনা ঘটে। তবে এর আগে বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীকে কয়েকবার সতর্ক করেন তিনি।

লাতিন আমেরিকার বিত্তবানেরা কর ফাঁকি দিতে নিউজিল্যান্ডকে চ্যানেল হিসেবে ব্যবহার করেন বলে খবর প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার গণমাধ্যমে জন কি বলেন, পানামা পেপার্সের সঙ্গে গ্রিনপিস, রেড ক্রস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনও জড়িত।

বুধবার পার্লামেন্টে বিরোধীরা এ বিষয়ে সংগঠনগুলোর কাছে তাকে ক্ষমা চাইতে বললে জবাবে তিনি অশোভন মন্তব্য করেন। এর পরপরই স্পিকার তার ওপর খড়গহস্ত হন। এ সময় প্রধানমন্ত্রী হিসেবে সংসদে বেশি সুবিধা পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। এর আগেও এমপি থাকা অবস্থায় তিনবার জন কি’কে পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয়েছিলো।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে