আন্তর্জাতিক ডেস্ক : বাজারে ৪৫০ কেজি পেঁয়াজ বিক্রি করে তার মূল্য পেলেন মাত্র ১৭৫ রুপি! ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ জেলার কৃষক রবিন্দ্র মধুকর পার্শ্ববর্তী লসুর বাজারে পেঁয়াজ বিক্রি করে এ অর্থ পেয়ে রীতিমতো বিস্মিত।
জানা গেছে, খরা কবলিত মহারাষ্ট্রে হঠাৎ করেই পেঁয়াজের দর-পতন হয়। এতে করে অনেক কৃষকই দারুণভাবে বে-কায়দায় পড়েছেন। টাইমস অব ইন্ডিয়ায়কে ওই কৃষক জানিয়েছেন, ‘আগে যখন শুনতাম কোন কৃষক আত্মহত্যা করেছেন তখন অবাক হতাম। কিন্তু এইবার পিঁয়াজ বিক্রি করে আমি এতোটাই হতাশ যে আত্মহত্যা করতে ইচ্ছা করছে।’
লসুর বাজার পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি আড়তের একটি। সেখানে অনেক কৃষক প্রতি কেজি পিঁয়াজ ৫০ পয়সাতেও বিক্রি করছেন। বেশিরভাগ কৃষকই শেষ পর্যন্ত তাদের খরচের টাকা পর্যন্ত তুলতে পারেননি। এই পরিমাণ লোকসান হওয়ায় পথে বসে গেছেন অনেকেই।
ভারতের বেশ কয়েকটি রাজ্য তীব্র খরায় আক্রান্ত হওয়ায় অনেক কৃষকই এবার আখের চাষ বাদ দিয়ে পিঁয়াজের চাষ করেছিলেন। ফলে প্রয়োজনের তুলনায় ফলন বেশি হওয়ায় হুট করে পিঁয়াজের দাম পড়ে গেছে।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন