আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ইরান সমর্থিত লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা বদরেদ্দিন নিহত হয়েছেন। কমান্ডার বদরেদ্দিনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ইমাদ মুগনিয়া’র জ্ঞাতি ভাই এবং ভগ্নিপতি।
শুক্রবার দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে লেবাননের আল-মাইয়াদ্দিন টেলিভিশন চ্যানেল। এদিকে এই হত্যার প্রতিশোধে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। তবে অতীতের প্রতিটি হামলা ও হত্যাকাণ্ডের পাল্টা ও চমর প্রতিশোধ নিয়েছে তারা।
২০০৮ সালে ১২ ফেব্রুয়ারি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যুবরণ করেন ইমাদ মুগনিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কে মুগানিয়ার পার্ক করা গাড়িতে দূরনিয়ন্ত্রিত বোমাটি পেতে রেখেছিল মোসাদ।
নিহত বদরেদ্দিনসহ আরো ৩ জন ২০০৫ সালে তৎকালীন লেবানিজ প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার দায়ে অভিযুক্ত। ১৯৬১ সালে জন্মগ্রহন করা বদরেদ্দিন লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর সামরিক শাখার একজন শীর্ষস্থানীয় কমান্ডার বলে ধারণা করা হয়।
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমএম