শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৪:০৩:২১

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেণ বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মার্কিন নাগরিক সুসান্নাহ মুশাত জোনস। গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

এ খবর জানায় জেরনটোলোজি নামে একটি রিসার্চ গ্রুপ।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর।  খবর : রয়টার্সের

১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্মগ্রহণ করেন সুসান্নাহ জোনস।  কিন্তু তিনি নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন।  

হাইস্কুলের গণ্ডী পেরুনোর পর ১৯২২ সালে তিনি নিউ জার্সিতে চলে যান এবং পরে সেখান থেকে নিউইয়র্কে চলে আসেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’র তথ্যানুযায়ী, জোনস নিউইয়র্কে গৃহরক্ষক ও শিশুসেবক হিসেবে কাজ করতেন।  

১৯৬৫ সালে এ থেকে অবসর নেন তিনি।  ঘুম, ধূমপান ও অ্যালকোহল গ্রহণ না করাটাই নাকি তার দীর্ঘজীবনের পেছনের রহস্য।

জোনসের মৃত্যুর মধ্যদিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নতুন ব্যক্তির তালিকায় এলেন ইতালিয়ান এম্মা মোরানো মারতিনোজ্জি।  তারও বয়স ১১৬ বছর।  

রিসার্চ গ্রুপ এ কথাও জানায়।
৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে