আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের উন্নয়নে বৈষম্য নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন মুসলিম নেতৃত্ব। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি রাখছে না বলে অভিযোগ করেছেন তারা।
এরইমধ্যে রাজ্যের ১৮টি মুসলিম সংগঠন একত্রিত হয়ে যৌথ মঞ্চ গড়ে কনভেনশনের ডাক দেয়া হয়েছে। সংগঠনের নাম দেয়া হয়েছে ‘মিল্লি ইত্তেহাদ কাউন্সিল’। আগামী ১৯ সেপ্টেম্বর কোলকাতায় অনুষ্ঠিতব্য এই সভার মূল উদ্যোক্তা কোলকাতা রেড রোডের ঐতিহ্যবাহী ঈদের জামাতের ইমাম ক্বারি ফজলুর রহমান।
ফজলুর রহমান বলেন, ‘নতুন সরকারের দেয়া প্রতিশ্রুতির বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায় না সহজে। রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নে কী কী করণীয় তা ঠিক করতেই এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।’
রাজ্যের সিনিয়র মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘ওরা কনভেনশন করুন। আমরা দেখি ওরা ৩৪ বছরে বামফ্রন্ট শাসনে কী পেয়েছেন। তার আগে কংগ্রেস শাসনে কী পেয়েছেন, আর গত সাড়ে চার বছরে কী পেয়েছেন।’
তার দাবি, ‘গত সাড়ে চার বছরে সংখ্যালঘুদের জন্য যে উন্নয়ন হয়েছে তা আগে কখনো হয়নি।’
যদিও নবগঠিত ‘মিল্লি ইত্তেহাদ কাউন্সিল’-এর অন্যতম প্রধান উদ্যোক্তা এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান সোমবার বিকেলে বলেন, ‘সরকারের অনেক পদক্ষেপ কার্যত খাতায় কলমে রয়ে গেছে।’
এ প্রসঙ্গে তিনি সংখ্যালঘুদের কর্মসংস্থান, শিক্ষা সুবিধা, মাদ্রাসা অনুমোদন ও তাদের আর্থিক সুবিধা প্রদান, ওবিসি সংরক্ষণ আইন যথাযথ ভাবে কার্যকরী না হওয়া ইত্যাদির কথা তুলে ধরেন।
মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আসন্ন কনভেনশনকে সফল করে তুলতে সোমবার ‘মিল্লি ইত্তেহাদ কাউন্সিল’-এর আহ্বায়ক এবং কোলকাতার রেড রোডের ইমামে ঈদায়েন ক্বারি ফজলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এরইমধ্যে ‘মিল্লি ইত্তেহাদ কাউন্সিল’-এর সঙ্গে যুক্ত অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে।’
আসন্ন কনভেনশন থেকে সংখ্যালঘুদের উন্নয়নে এক দাবিদাওয়া তুলে ধরা হবে। কোনো রাজনৈতিক ছত্রছায়া বাদে রাজ্যের মুসলিমদের ‘মিল্লি ইত্তেহাদ কাউন্সিল’-এর সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে বলে জানান মুহাম্মদ কামরুজ্জামান। সূত্র: রেডিও তেহরান
০৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস