শনিবার, ১৪ মে, ২০১৬, ১০:৪১:১৮

শিক্ষককে বাড়িতে ডেকে এনে বেধড়ক পেটালো ছাত্রীর বাড়ির লোকজন

শিক্ষককে বাড়িতে ডেকে এনে বেধড়ক পেটালো ছাত্রীর বাড়ির লোকজন

আন্তর্জাতিক ডেস্ক : ছাত্রীকে প্রায় সময় ফোন করে নানা অশ্লীল কথা-বার্তা বলতেন এক শিক্ষক। এ কথা ওই ছাত্রী তার পরিবারকে জানান। এরপর ওই শিক্ষককে কৌশলে বাড়িতে ডেকে আনে ছাত্রীর পরিবার।

এরপর কি ঘটল? তা জানলে আপনিও বলবেন, বেশ হয়েছে। এদের এমন শিক্ষা দেয়াই উচিৎ। হ্যাঁ যা বলছিলাম, ওই শিক্ষককে বাড়িতে ডেকে বেধম পেটানি পিটিয়েছে ওই ছাত্রীর বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাটোয়ার পানুহাটে।

পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ছাত্রীকে ফোন করে অশ্লীল কথা শোনাতেন শিক্ষক। দিন ১৫ আগে ছাত্রীটি অসুস্থ হয়ে যায়। মানসিক ভারসাম্য খোয়ানোর দিকে চলে যায় পরিস্থিতি। শিক্ষককে দেখলেই ভয় পেতে শুরু করেন ছাত্রী। ছাত্রীকে ভর্তি করতে হয় বহরমপুর মানসিক হাসপাতালে।

পরিবারের দাবি, ছাত্রীর মোবাইল ফোন ঘেঁটে শিক্ষকের এমন কীর্তির কথা জানতে পারেন তারা। গতকাল অভিযুক্ত শিক্ষক লাল্টু ঘোষকে বাড়িতে ডেকে পাঠিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কাটোয়া থানার পুলিশ গিয়ে অভিযুক্ত মাস্টারকে গ্রেফতার করে।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে