শনিবার, ১৪ মে, ২০১৬, ১২:০৫:০২

‘এর পরের টার্গেট আমি’

‘এর পরের টার্গেট আমি’

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স কর্মকর্তারা জানিয়েছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেনেজুয়েলা ভেঙ্গে যেতে পারে এবং প্রেসিডেন্ট মাদুরো তার মেয়াদ সম্পন্ন করতে সক্ষম নাও হতে পারেন।

এর জবাবে যুক্তরাষ্ট্র ও ওপেকভুক্ত দেশগুলো তার বামপন্থী সরকারকে উৎখাত করার চক্রান্ত করছে দাবি করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার দেশটিতে ৬০ দিনের জরুরী অবস্থা জারি করেছেন।

খাদ্য ও ওষুধ সংকট, ঘন ঘন লোডশেডিং, লুটপাট, দুর্নীতি ও অব্যাহত মুদ্রাস্ফীতির দরুণ সৃষ্ট অচলাবস্থার কারণে ভেনিজুয়েলার বিরোধী দল ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট মাদুরোর পতনের ডাক দিয়েছে।

কিন্তু সাবেক ইউনিয়ন নেতা ও বাস ড্রাইভার থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মাদুরো তার মেয়াদ পুরো করতে বদ্ধ পরিকর এবং তার বিরুদ্ধে গুপ্ত অভ্যুথান ঘটানোর চেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছেন। তিনি এ সপ্তাহে ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনের দিকে নির্দেশ করে বলেছেন, ‘এর পরের টার্গেট আমি’।

প্রসঙ্গত, মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন ব্রাজিলের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রৌসেফ। ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সময় থেকে ওয়াশিংটন কারাকাসে একটি অভ্যুথান ঘটানোর চেষ্টা চালিয়ে আসছে বলে বিভিন্ন সময় শোনা গিয়েছিল।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে