আন্তর্জাতিক ডেস্ক : উদেয়মান শক্তি চীনের বিরুদ্ধে এবার গুরুত্বর অভিযোগ তুলল মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগন অভিযোগ, সাগরে নিজ স্বার্থ উদ্ধারে চীন বল প্রয়োগের কৌশল গ্রহণ করেছে। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ-নির্মাণ কর্মসূচি নিয়েও বিস্তারিত মূল্যায়ন করেছে পেন্টাগন।
এতে দাবি করা হয়েছে, দক্ষিণ চীন সাগরের দক্ষিণপূর্বাঞ্চলে ৩২ হাজার একরের বেশ ভূমি উদ্ধার করেছে বেইজিং। এ ছাড়া ওই এলাকায় ভূমি দখল এবং সেখানে অস্ত্র মোতায়েনের নীতি বেইজিং গ্রহণ করেছে বলে এ অভিযোগ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, স্পার্টলি দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের প্রতিটিতে তিন কিলোমিটার করে রানওয়ে এবং বিশাল বন্দর নির্মাণের কাজ চলছে। এ দ্বীপপুঞ্জে চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণ কর্মসূচির পরিকল্পনায় এ তৎপরতা চলছে।
এতে দক্ষিণ চীন সাগরের ওপর অন্যান্য দাবিদার বা তৃতীয় কোনো পক্ষের তৎপরতা দ্রুত নির্ণয় ও চ্যালেঞ্জ করতে বেইজিং পারবে বলে পেন্টাগন উল্লেখ করেছে।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম