আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাস আগ থেকেই লাইক ছাড়াও আরো কয়েকটি অনুভূতি প্রকাশের অপশন এনেছে ফেসবুক। বিশ্বের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে দেদার নিজেদের অনুভূতি প্রকাশ থেকে বিরত থাকার পরামর্শ দিল বেলজিয়াম পুলিশ প্রশাসন। ফেসবুক নিজেদের অনুভূতি প্রকাশ করলে গোপনীয়তা নষ্ট হবে বলে দাবি করেছে পুলিশ।
ফেসবুক ব্যবহারকারীদের নিজেদের স্বার্থে এবং নিজেদের গোপনীয়তা বজায় রাখতেই এই পরামর্শ দিচ্ছে পুলিশ। বুধবার একটি বিবৃত দিয়ে বেলজিয়াম পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “গত ফেব্রুয়ারি মাসেই প্রমাণিত হয়ে গিয়েছে যে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য একত্রিত করতে দ্বিধা করেনা ফেসবুক কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের প্রকাশিত অনুভূতির উপর ভিত্তি করে জড়ো করে ফেলে তার সম্পর্কিত নানাবিধ তথ্য।”
ফেসবুকে মানুষের অনুভূতি প্রকাশের জন্য শুধুমাত্র ছয় ধরণের অপশন রয়েছে কেন তা নিয়েও প্রশ্ন তুলেছে বেলজিয়াম পুলিশ। তাদের দাবি এই অনুভূতির উপর নির্ভর করেই নিজেদের বাণিজ্যিক প্রচার চালায় ফেসবুক। ব্যবহারকারীদের প্রকাশিত অনুভূতির উপর গবেষণা করে ফেসবুক নিজেদের সাইটের বিজ্ঞাপন জোগাড় করে বলেও দাবি করেছে বেলজিয়াম পুলিশ প্রশাসন।
১৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই