শনিবার, ১৪ মে, ২০১৬, ০৬:২৫:১২

১০ হাজার টাকা চাঁদা না দেয়ায় শিক্ষককে রাস্তায় ফেলে মারধর করলেন নেতা!

১০ হাজার টাকা চাঁদা না দেয়ায় শিক্ষককে রাস্তায় ফেলে মারধর করলেন নেতা!

আন্তর্জাতিক ডেস্ক : ১০ হাজার টাকার চাঁদা দাবি। দিতেই হবে, না হলে হুলস্থূল কাণ্ড ঘটে যাবে যাবে বলে হুমকি। একথা প্রায় শুনতে হচ্ছিল স্কুল শিক্ষক মোহাম্মদ বেল্লাল শেখকে। অভিযোগ, জোরজুলুম করে তা নেয়ার চেষ্টা চালাচ্ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি সাজু মণ্ডল। কিন্তু এরপরও তা না দেয়ায়, এবার ওই শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে।

ঘটনাস্থল মুর্শিদাবাদের লালবাগ। গুধিয়া হাইস্কুলের শিক্ষক মোহাম্মদ বেল্লাল। এবার ভোটে প্রিসাইডিং অফিসারও ছিলেন তিনি। অভিযোগ উঠে, সেই সময় থেকেই তাকে হুমকি দেয়া হয়। এছাড়া মাঝেমধ্যেই চলছিল টাকা দেয়ার হুমকি। আজ ১৪ মে হাসানপুরে গ্রামের বাড়ি থেকে ফেরার পথে, বিলাসপুরে তার বাইক আটকে হামলা হয় বলে অভিযোগ করেছেন তিনি। তার উপর চলতে থাকেন এক নাগারে চড়-থাপ্পর। ছিঁড়ে দেয়া হয় তার শরীরের জামাকাপড়। তারপর রাস্তায় ফেলে চলে মারধর।

চাঁদার দাবিতে শিক্ষকের ওপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন, অভিযুক্ত সাজু মণ্ডল। তিনি লালবাগের ৬ নম্বর ডাঙাপাড়ার তৃণমূল অঞ্চল সভাপতি। তার দাবি, চাঁদা চাওয়া হয়েছিল ঠিকই। তবে ১০ হাজার নয়, ১০ টাকা চাঁদা চায় দলের ছেলেরা।
১৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে