শনিবার, ১৪ মে, ২০১৬, ০৬:৪২:২৮

নতুন প্রেসিডেন্টের মন্ত্রী সভায় নেই কোনো নারীর স্থান!

নতুন প্রেসিডেন্টের মন্ত্রী সভায় নেই কোনো নারীর স্থান!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট জিলমা রুসেফকে ক্ষমতা থেকে সরানোর পর সেখানে কার্যত শ্বেতাঙ্গ পুরুষদের শাসন জারি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নতুন প্রেসিডেন্ট মিশেল টেমের যে মন্ত্রিসভা গঠন করেছেন তাতে একজন নারীও নেই, শ্বেতাঙ্গ পুরুষরাই শুধু মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

অপসারিত প্রেসিডেন্ট জিলমা রুসেফ এর তীব্র সমালোচনা করেছেন। ব্রাজিলে ১৯৭৯ সালের পর এই প্রথম কোন মন্ত্রিসভায় একজনও নারী মন্ত্রী নেই।

জিলমা রুসেফ বলেছেন, এই মন্ত্রিসভা কোন ভাবেই দেশের প্রতিনিধিত্ব করে না। অথচ ব্রাজিল হচ্ছে বিশ্বের সবচেয়ে বৈচিত্রপূর্ণ জাতিগুলোর একটি।

জিলমা রুসেফ যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তার ৩১ সদস্যের মন্ত্রিসভায় সাতজন নারী মন্ত্রী ছিলেন।

গত বৃহস্পতিবার সিনেটের এক ভোটে জিলমা রুসেফ ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে বিশাল অংকের বাজেট ঘাটতি গোপন করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তাকে এখন বিচারের সম্মুখীন হতে হবে।

তবে নতুন সরকারের একজন মুখপাত্র দাবি করছেন, তারা মন্ত্রী নিয়োগের জন্য মহিলা খুঁজে পাননি। এছাড়া দ্রুত মন্ত্রিসভা গঠনের জন্য তাদের ওপর চাপ ছিল।
১৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে