শনিবার, ১৪ মে, ২০১৬, ১১:০১:০০

তিনবারের মন্ত্রীর গোপন ভিডিও ফাঁস, ভারতজুড়ে তোলপাড়

তিনবারের মন্ত্রীর গোপন ভিডিও ফাঁস, ভারতজুড়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুর ভোটের ঠিক আগেই ফাঁস হয়ে গেল তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হওয়া এক মন্ত্রীর কেলেঙ্কারি! হোটেলের খারাপ মেয়ের সাথে খোলামেলা দৃশ্যে সেই মন্ত্রীর আপত্তিকর অবস্থার একটি ভিডিও প্রকাশ পায়। তিনি ভারতের কেরালা রাজ্যের ডিএমকে নেতা এস জগথরক্ষাকন।

গোপন ভিডিও'য় ধরা পড়েছে সেই নেতার কুকর্ম, একটি ঘরে ক্যামেরা হাতে বসে আছে ডিএমকের এই নেতা। আর তারই সামনে ছোট পোশাক পরে নাচতে দেখা যায় এক সুন্দরীকে। তার ক্যামেরার সামনে একের পর এক নিজের শারীরীক কসরত দেখিয়ে যাচ্ছেন সেই সুন্দরী।

তিন বারের এই সাংসদ ইউপিএ-র আমলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। ছিলেন এমপিও। ১৯৮৫ সালে প্রথমবার লোকসভার সাংসদ হন এস জগথরক্ষাকন। এডিএমক পার্লামেন্টারি পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন তিনি। এর পরে ১৯৯৯ সালে দ্বিতীয়বার এবং ২০০৯ সালে তৃতীয়বার লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন জগথরক্ষাকন। শিল্প ও বাণিজ্য, তথ্য-সংস্কৃতির মতো মন্ত্রনালয়ের মন্ত্রীও হয়েছেন তিনি।

এর আগে অবশ্য ১৯৮৪ সালে প্রথম বার এমপি হিসেবে নির্বাচিত হন এডিএমক পার্লামেন্টারি পার্টির এই নেতা। এমন হাইপ্রোফাইল নেতার কেচ্ছা গতকাল শুক্রবার অনলাইনে ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়ার পর ইউটিউবে ভিডিওটি ভাইরাল হয়ে ওঠে। তথ্যসূত্র : টাইমস অফ ইন্ডিয়া
১৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে