আন্তর্জাতিক ডেস্ক: এই দুনিয়ায় যদি সত্যিই স্বর্গ থেকে থাকে, তবে তা নাকি কাশ্মীরেই। ফার্সি কবি আমির খুশরোর এই উপলব্ধির প্রতিধ্বনি শোনা যায় অধিকাংশ পর্যটকের গলাতেই। প্রকৃতি যেন এখানে তার সৌন্দর্যের ডালি উপুড় করে দিয়েছে। শুধু সৌন্দর্য নয়, প্রেমের স্বর্গ হিসেবেও মনে করা হয় কাশ্মীরকে। এখানকার বাতাসে সেই প্রেমের ছোঁয়া আবার ফিরল সাম্প্রতিক একটি সমীক্ষায়।
বিখ্যাত ভ্রমণ পত্রিকা 'লোনলি প্ল্যানেটে'র সমীক্ষায় সেরা রোম্যান্টিক ডেস্টিনেশন হিসেবে গোটা বিশ্বের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কাশ্মীর। ভূস্বর্গ হার মেনেছে একমাত্র সুইত্জারল্যান্ডের কাছে। সন্ত্রাসবাদী কার্যকলাপের জেরে যতই কাশ্মীর অশান্ত হয়ে উঠুক, তবু এখানে না এসে থাকা যায় না বলে জানান পর্যটকরা। শুধু তাই নয়, যারা একবার এই পাহাড়ি রাজ্যের প্রেমে মজেছেন, তাঁরা বারবার ফিরে আসেন এখানে। মুম্বইয়ে জয়েশ দাগা জানাচ্ছেন, "আমি এখানে প্রথম আসি ৯৯ সালে। ১৮ বছর পর আবার ফিরে এসেছি। এবার ছেলে-মেয়েদের নিয়ে। কাশ্মীর না দেখলে ওদের জীবন অপূর্ণ থেকে যাবে।"
কাশ্মীরকে পর্যটকদের কাছে নিরাপদ জায়গা হিসেবে তুলে ধরতে সরকারও চেষ্টা করছে। তার ফল হিসেবেই এখন গড় প্রতিদিন ৪০০০ পর্যটক আসেন এখানে। কাশ্মীরের ছবির মতো ডাললেকে শিকারা ভ্রমণের অভিজ্ঞতা হাতছাড়া করতে চান না কোনও দম্পতিই।-এই সময়
১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ