আন্তর্জাতিক ডেস্ক : কড়া নিরাপত্তার মধ্যে এক জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের কনিষ্ঠ কন্যা সুমাইয়া এরদোগানের বিয়ে সম্পন্ন হয়েছে। বর হচ্ছেন দেশটির প্রতিরক্ষা শিল্পপতি সেলচুক বাইরাকতার।
শনিবার ইস্তাম্বুলে বিয়ে তাদের অনুষ্ঠিত হয়েছে। বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বিয়েতে অতিথি ছিলেন প্রায় ৬ হাজার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু, সেনা প্রধান হুলুসি আকারসহ মন্ত্রী পরিষদের সদস্য ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে বসনিয়ার প্রেসিডেন্ট বাকির আইজেতবেগোভিচ, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি ও আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও ফার্স্ট লেডি এমিনের চার সন্তানের মধ্যে ৩০ বছর বয়সী সুমাইয়া ব্রিটেনের লন্ডন স্কুল অব ইকোনমিকস ও পলিটিক্যাল সাইন্স থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।
অন্যদিকে, ম্যাচাসুচেটস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করা সেলচুক বাইরাকতার যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পিএইচডি করছেন। তুরস্কের ড্রোন ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন তিনি।
তুরস্কের প্রথম মনুষ্যবিহীন ড্রোন বাইরাকতার টিবি-২ নির্মাণে মুখ্য ভূমিকা পালন করেছেন তুর্কি প্রেসিডেন্টের নতুন জামাতা সেলচুক। সূত্র: আনাদোলু এজেন্সি
১৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম