রবিবার, ১৫ মে, ২০১৬, ০৩:৫৫:৫৫

টাইটানিকের চেয়েও ৫ গুণ বড় জাহাজ, ৬ হাজার যাত্রীর সেবায় ২ হাজার ক্রু!

টাইটানিকের চেয়েও ৫ গুণ বড় জাহাজ, ৬ হাজার যাত্রীর সেবায় ২ হাজার ক্রু!

আন্তর্জাতিক ডেস্ক : টাইটানিকের ইতিহাস মর্মান্তিক। জাহাজটির পরিসমাপ্তির জন্য সেই সময়কার অনেকে বলেছিলেন, টাইটানিকের মত বড় জাহাজ আর বানানো সম্ভব নয়।

তবে এখন যে আর সেই যুগ নেই।  আধুনিকতার ছোঁয়ায় টাইটানিকের চেয়েও ৫ গুণ বড় জাহাজ নির্মাণ করা হয়েছে।  এটি সাগরে যাত্রা শুরু করবে কাল থেকে।
 
রোববার ফ্রান্স থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে এটির যাত্রা শুরু হবে।  ১৬ তলা উঁচু আর ৩৬২ মিটার দীর্ঘ জাহাজটির নাম হারমোনি অফ দ্যা সিস।

মার্কিন প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ানের জন্য এ প্রমোদতরি নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান এসটিএক্স।
 
বিলাসবহুল প্রমোদতরি টাইটানিক ১৯১২ সালে সাগরে পাড়ি জামনোর পরিণতি সুখকর না হলেও এখনো চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের প্রতিছবি।
 
এবার সেই টাইটানিকের চেয়ে ৫ গুণ বড় জাহাজ নিয়ে এলো যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান প্রতিষ্ঠান। হারমোনি অব দা সিস-এর ১৬টি তলায় একসঙ্গে ভ্রমণ করতে পারবে ছয় হাজার যাত্রী।  তাদের সেবা দিতে জাহাজে থাকবে দুই হাজার ক্রু।
 
আইফেল টাওয়ার দেখতে প্যারিসে আনাগোনা চলে সারাবছর।  সেই আইফেল টাওয়ারের চেয়েও এ জাহাজটির দৈর্ঘ্য ৫০ মিটার বেশি।  লম্বায় ৩৬২ মিটার আর উচ্চতা ৭০ মিটার।  এটির নির্মাণে ব্যয় হয়েছে ১১০ কোটি ডলার।
 
রোপ স্লাইড, মিনি গল্ফ, ক্যাসিনো, প্রায় দেড় হাজার আসনের থিয়েটার, চোখ ধাঁধানো সব আয়োজনের পসরা রয়েছে এই জাহাজটিতে।  রয়েছে ১২ হাজার প্রজাতির গাছপালা।  অন্যতম আকর্ষণ দশ তলা বিশিষ্ট ওয়াটার স্লাইড।
 
যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির জন্য ২০১৩ সালের সেপ্টেম্বরে জাহাজটির নির্মাণকাজ শুরু করে ফ্রান্সের জনপ্রিয় নির্মাতা প্রতিষ্ঠান এসটিএক্স।

প্রায় সোয়া লাখ টন ওজনের জাহাজটি নির্মাণ করতে আড়াই হাজার শ্রমিক কাজ করে।  এক কোটি কর্মঘণ্টায় জাহাজটির নির্মাণকাজ শেষ হয়।

১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে