আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের ঠিক উত্তরে একটি গ্যাস কারখানায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের এক আত্মঘাতী আক্রমণে অন্তত ১৪ জন লোক নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছে।
বিস্ফোরক-ভর্তি বেল্ট পরিহিত ৬ জন আত্মঘাতী আক্রমণকারী এই হামলাটি চালায়। তারা প্রথমে কারখানাটির প্রবেশপথে তিনটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। খবর বিবিসি।
এর পর আক্রমণকারীরা কারখানার ভেতরে ঢুকে পড়ে, এবং তিনটি গ্যাস ট্যাংক উড়িয়ে দেয়।
এ সময় কারখানাটি থেকে আগুন ও ধোঁয়ার বিশাল কুন্ডলী আকাশে উঠতে দেখা যায়।
কারখানার কর্মী এবং কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যও এ আক্রমণে নিহত হয়।
তাজি নামের এলাকায় অবস্থিত সরকারি মালিকানাধীন গ্যাস কারখানাটিতে এখন নিরাপত্তা বাহিনী তাদের নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠিত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ আক্রমণ মোকাবিলা করতে ইরাকি যুদ্ধবিমানের সহায়তাও নেয়া হয়।
সম্প্রতি ইরাক এবং সিরিয়াতে ইসলামিক স্টেটের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়লেও, সংবাদদাতা বলছেন - বাগদাদের এত কাছে এ ধরণের আক্রমণ চালানোর ফলে বোঝা যাচ্ছে যে তারা এখনো বড় হুমকি।
১৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই