আন্তর্জাতিক ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনায় নীরবতা পালন করায় ইউরোপীয় নেতাদের ভর্ৎসনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমারা দ্বিমুখী নীতি প্রদর্শন করছে।
রবিবার ইস্তাম্বুলে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে এরদোগান বলেন, আপনারা যদি রাজনৈতিক ফাঁসির বিরোধী হন, তাহলে আপনারা কয়েকদিন আগে মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে নীরব রয়েছেন কেন?
মুসলিম বিশ্বের সর্বোচ্চ সংস্থা ওআইসির সভাপতি এরদোগান বলেন, আপনারা কেউ কী ইউরোপের কাছ থেকে কিছু শুনতে পেয়েছেন? না কিছুই পাননি। এটাকেই বলে দ্বিমুখী নীতি।
গত বুধবার রাতে মাওলানা নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রতিবাদে তুরস্ক তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বিপুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ২০১০ সালে সেক্যুলার সরকার স্থাপিত একটি বিতর্কিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে পাঁচজনের ফাসি কার্যকর করা হয়েছে। এর মধ্যে ৭৩ বছর বয়সী নিজামী ছিলেন সাবেক মন্ত্রী এবং সবচেয়ে সিনিয়র বিরোধী রাজনীতিক।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন, নিজামী কোনো অন্যায় করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন না।
তুরস্কের প্রেসিডেন্ট এর আগে মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ফাঁসির দণ্ড দেয়ারও কঠোর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, পাশ্চাত্য মিশরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির ক্ষমতা দখলের পর চোখ বন্ধ করে রেখেছে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম