মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ০৩:১৬:২৩

পশ্চিমবঙ্গে ফিরছেন মমতা, আসামে বিজেপি!

পশ্চিমবঙ্গে ফিরছেন মমতা, আসামে বিজেপি!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ১৯ মে। এর আগে গতকাল সোমবার ভোট-পরবর্তী এক্সিট পোল বা বুথফেরত জরিপে দেখা গেছে, পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় ফিরছে মমতা বানার্জীর তৃণমূল কংগ্রেস।

আসামে কংগ্রেসকে হটিয়ে জায়গা করে নিচ্ছে বিজেপি, তামিলনাড়ূতে জয়ললিতাকে হটিয়ে ষষ্ঠবারের মতো ক্ষমতায় বসতে পারেন ডিএমকের এম করুণানিধি। কেরালায় বামজোট এবং পদুচেরিতে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন অল ইন্ডিয়া এনআর কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী এন রাঙাস্বামী।

পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ূ, কেরালা ও পুদুচেরিতে এবিপি আনন্দ-নিয়েলসন, ইন্ডিয়া টুডে, টাইমস নাউ বা ইন্ডিয়া টিভিসহ বেশ কয়েকটি সংস্থার বুথফেরত জরিপে এ ফল জানানো হয়। এতে দেখা গেছে দুই রাজ্যে ক্ষমতা হারিয়ে আরও দুর্বল হয়ে পড়তে পারে কংগ্রেস। অন্যদিকে আসামে এই প্রথম জিততে যাচ্ছে বিজেপি।

১৭ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে