আন্তর্জাতিক ডেস্ক : আবারো ফিরে আসছে কানাডার আলবার্টায় ভয়াবহ জ্বলন্ত দাবানল। ফোর্ট ম্যাকমারে ফিরে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছে আলবার্টা কর্তৃপক্ষ।
সেইসঙ্গে ফোর্ট ম্যাকমারের ৬০০ তেল শ্রমিককেও সরিয়ে নেয়া হয়েছে শহর থেকে।
দুই সপ্তাহ ধরে জ্বলার পর ফোর্ট ম্যাকমারে থেকে সরে যায় দাবানলটি। তবে ক্ষতিগ্রস্ত করে শহরের প্রায় আড়াই হাজার স্থাপনা।
ওই সময়েই সরিয়ে নেয়া হয়েছে ৮০ হাজার বাসিন্দাকে। তবে সোমবার আবার প্রতি মিনিটে ৩০ থেকে ৪০ মিটার গতিতে ফোর্ট ম্যাকমারের উত্তর দিকে ধেয়ে আসতে থাকে দাবানলটি।
আলবার্টার মুখ্যমন্ত্রী র্যাচেল নটলি জানিয়েছেন, আরো ৪ হাজার তেল শ্রমিককে সরিয়ে নেয়ার জন্য প্রস্তুত কর্তৃপক্ষ। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে উত্তরমুখী সব গাড়ি।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম