মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ১০:৫৫:৪৫

রাশিয়ার চাহিদা পূরণ করতে প্রস্তুত ইরান!

রাশিয়ার চাহিদা পূরণ করতে প্রস্তুত ইরান!

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ রেজা নেয়মাতজাদেহ বলেছেন, রাশিয়ার খাদ্যপণ্যের চাহিদার বড় অংশ পূরণ করতে প্রস্তুত রয়েছে তেহরান।

তিনি আজ (মঙ্গলবার) তেহরানে রাশিয়ার ফেডারেল শুল্ক বিভাগের প্রধান আন্দ্রে বিলিয়ানিনেফ'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন। ইরানি মন্ত্রী বলেন, রাশিয়ায় খাদ্য পণ্য রপ্তানির বিষয়ে ইরানের কোনো সীমাবদ্ধতা নেই।

তিনি বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই হওয়ার পর যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা অর্থনৈতিক লেনদেন বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগাতে হবে। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক কৌশলগত বলে তিনি মন্তব্য করেন।

এ সময় রাশিয়ার ফেডারেল শুল্ক বিভাগের প্রধান আন্দ্রে বিলিয়ানিনেফ বলেন, রুশ বাজারে ইরানি পণ্যের চাহিদা রয়েছে এবং রুশ ব্যবসায়ীরাও চান সেখানে ইরানি খাদ্যপণ্য সহজলভ্য হোক। তবে এখনও দুই দেশের মধ্যে ব্যাংকিং লেনদেনে সমস্যা রয়ে গেছে বলে তিনি জানান।-প্যারিস টুডে
১৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে